মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত বিদয়াতে টইটম্বুর হয়ে কি করে নেক আমল ঈদে মিলাদে হাবীবিকে বিদয়াত বলে ?

================================================
ঈদে মিলাদে হাবীবির বিরোধীতাকারীরা বিদয়াত নামক ভয়াবহ রোগে আক্রান্ত। দলিল না মেনেই, না পড়েই তোতা পাখির মত মুখস্ত বুলি আড়য়িয়ে বলবে ঈদে মিলাদে হাবীবি বিদয়াত। না শুনে কোরআনের কথা, না মানে হাদিসের কথা। তাদের গোবরে ভরা মস্তিষ্কে যে একবার ঢুকেছে বিদয়াত রোগ তা কোরআন সুন্নাহর দলিলেও কাটেনা।
যে নাদান ঈদে মিলাদে হাবীবিকে বিদয়াত বলে তার মাথা থেকে পা পর্যন্ত কোরআন সুন্নাহর কিছু আছে কি? তার পরনের -

পায়ের জুতা,
প্যান্ট,
জামা,
কোর্ট-টাই,
কোনাপাড়া পাঞ্জাবী,
বুরন্স টুপি,
টি শার্ট,
হাত ঘড়ি,
চশমা,
মানিব্যাগ,
কোমরের ব্যাল্ট,
গলার চেইন,
শর্ট প্যান্টসহ ইত্যাদি হযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছাহাবীগন, তাবে-তাবেঈন,ইমাম মুজতাহিদ কেউ ব্যবহার করেছেন কি?
তাহলে যে ঈদে মিলাদে হাবীবকে বিদয়াত বলছে সে এসকল বিদয়াতী জিনিষ ব্যবহার করে কি করে?
সর্বশ্রেষ্ঠ আমল ঈদে মিলাদে হাবীবিকে বিদয়াত বলেছে আর নিজেই সারা শরীরে বিদয়াতে ভরপুর থাকছে?তাহলে তো সে-ই সম্পুর্নরুপে বিদয়াতী! 
এ কোন ধরনের ইবলীশি যারা নেক আমলে বাধা দেয় কিন্তু নিজেরাই বিদয়াতে ঢুবে থাকে?
ঈদে মিলাদে হাবীবকে বিদয়াত বলার পুর্বে নিজে বিদয়াত মুক্ত হোন।