১."তোমাদের দিনগুলোর মধ্যে উত্তম দিন হচ্ছে, জুমুয়ার দিন। এদিনে আদম আলাইহিস সালাম পয়দা হয়েছেন এবং এদিনেই তিনি বিছাল বা ইন্তেকাল লাভ করেন!
[সহীহ নাসায়ী শরীফ -জুমুয়ার অধ্যায়]
২.:এ জুমুয়ার দিন হচ্ছে এমন একটি দিন, যেদিনকে আল্লাহ পাক ঈদের দিন সাব্যস্ত করেছেন!"
[সুনানে ইবনে মাজাহ শরীফ; মুসনাদে আহমদ শরীফ; মিশকাত শরীফ - জুমুয়ার অধ্যায়]
দেখা যাচ্ছে এ দিন আদম আলাইহিস সালাম এর বিছাল হবার পরেও ঈদের দিন বলা হয়েছে।
তাহলে নবিজির বিছাল এর দিন বললে যারা বলে থাকে বিছাল এর দিন দুঃখ প্রকাশ করার কথা , ঈদ হয় কেমনে ?
তারা এখন কি জবাব দিতে পারবে " জুমুয়ার দিন আদম আলাইহিস সালাম এর বিছাল হবার পরেও ঈদ হয় কেমনে ? "