হাদীস শরীফে এসেছে -
" নিশ্চয়ই আল্লাহ পাক হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনার বংশধর হতে কিনানা আলাইহিস সালাম উনাকে মনোনীত করেছেন, এরপর কিনানা আলাইহিস সালাম উনার বংশধর হতে কুরাইশকে মনোনীত করেছেন । কুরাইশের বংশধর হতে বনী হাশিমকে মনোনীত করেছেন, আর বনী হাশিম থেকে আমাকে (হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) করেছেন ।"
দলীল-
√ মুসলিম শরীফ ২য় খন্ড ২৪৫ পৃষ্ঠা- হাদীস ২২৭৬
√ তিরমীযি শরীফ ২য় খন্ড ২০১ পৃষ্ঠা- হাদীস ৩৬০৫ ।
হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজের মীলদ শরীফ সম্পর্কে বলেন--
" আমি তোমাদের আমার পূর্বের কিছু কথা জানাবো! তা হলো- আমি হযরত ইব্রাহীম আলাইহিস সালাম উনার দোয়া আমি হযরত ঈসা আলাইহিস সালাম উনার সুসংবাদ ও আমার মাতার সুস্বপ্ন ! আমার বিলাদতের সময় আমার মাতা দেখতে পান যে, একখানা নূর মোবারক বের হয়ে শাম দেশের রাজ প্রসাদ সমূহ আলোকিত করে ফেলেছে !""
দলীল-
√ মুসনাদে আহমদ ৪র্থ খন্ড ১২৭ পৃষ্ঠা- হাদীস ১৬৭০১
√ মুস্তদরেকে হাকিম ২য় খন্ড ৬০১ পৃষ্ঠা !
√ মিশকাত শরীফ ৫১৩ পৃষ্ঠা !
এরকম অসংখ্য হাদীস শরীফ আছে যেখানে স্বয়ং হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই নিজের মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঘটনা বর্ননা করেছেন। সুবহানাল্লাহ্