আল্লাহ পাক যে আমল করেন

আমার জানি, মানুষ ও জীন জাতি বিভিন্ন আমল করে থাকে এবং সেই আমল পালনের মূল লক্ষ্য সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন। কিন্তু কেউ কি বলতে পারেন, স্বয়ং সৃষ্টিকর্তা নিজে কোন আমল করেন কি না ? তিনি তো নামাজ পড়েন না, রোজা করেন না, হজ্জ করেন না, জাকাত দেন না, তাহলে তিনি কোন আমল করেন ? বলতে পারবেন কেউ ?
এর উত্তর কিন্তু পবিত্র কুরআন পাকের সূরা আহযাবের ৫৬ নং আয়াতে বলা হয়েছে-
“নিশ্চয় মহান আল্লাহ তায়ালা এবং ফেরেশতাগণ নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ! তোমরাও উনার প্রতি দুরুদ পাঠ করো এবং সালাম দেয়ার মতো সালাম দাও (আদবের সাথে)।” (সূরা আহযাব : আয়াত শরীফ ৫৬)
অর্থাৎ নবীজির প্রতি দুরুদ পাঠ করাই মহান আল্লাহ তায়ালার নিজস্ব আমল (সুবহানাল্লাহ)। এবং ফিরিশতাগনেরও আমল। একই সাথে ঈমানদারদের আদেশ দেওয়া হচ্ছে, যেন তারাও নবীজির প্রতি দুরুদ ও সালাম পেশ করতে এবং তা করতে হবে অত্যান্ত আদবের সাথে। আজকাল অনেকে পবিত্র মিলাদ শরীফকে বিদআত বলে, কিয়াম করাকে খারাপ বলে। নাউযুবিল্লাহ। অথচ সূরা আহযাবের ৫৬ নং আয়াত-ই হচ্ছে মিলাদ ও ক্বিয়ামের সুস্পষ্ট দলিল। সুবহানাল্লাহ।