বাজারে অনেক নামধারী আল্লামা, মুফতে, মুহাদ্দিস, মাওলানা, মুফাসসির ঈদে মিলাদে হাবীবিকে বিদয়াত বিদয়াত বলে অপপ্রচার করে।
কিন্তু এরা নিজেরাই শত শত হারাম কাজে মগ্ন থাকে।
এ সকল নামধারী টাইটেলধারীরা শরীয়তে নিষিদ্ধ –
খেলাধুলা করে ,দেখে,
বেপর্দা হয়ে শয়তানের বাক্স টিভিতে ইসলাম প্রচার এর কথা বলে,
বেপর্দা হয়ে নারী পুরুষ একাকার হয়,
অবরোধ করে,
ভোট, নির্বাচন, গণতন্ত্র করে,
নারী নেতৃত্ব গ্রহণ করে,
হরতাল করে,
লংমার্চ করে,
ব্লাসফেমী আইন চায়,
হারাম ছবি তোলে,
কুশপুত্তলিকা দাহ করে,
টিভি/ভিসিআর ছবি দেখে,
অনশন করে,
এমনকি সুদও খায়!
এমন অনেক শরীয়তে নিষিদ্ধ আছে এসকল নামধারীরা প্রতিনিয়ত করে যাচ্ছে।
সারাদিন হারামে মশগুল থেকে এরাই আবার ঈদে মিলাদুননবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিদয়াত বলছে !!!নাউযুবিল্লাহ
প্রশ্ন হল -
১. এসকল শরীয়তে নিষিদ্ধ কাজের একটাও যদি জায়েয কিম্বা হালাল মনে করে করে তাহলে শরিয়তের ফতোয়া অনুযায়ী এসকল নামধারীরা মুসলমান থেকে খারিজ । তাহলে মুসলমান থেকে খারিজ হলে তার কথা কেন মানব ?
২. আর যদি শরীয়তে নিষিদ্ধ মনে করে এসব কাজ করে তাহলে তো তারা ফাসেক।তারা নিজেরাই শরীয়তে নিষিদ্ধ কাজে ঢুবে আছে। তাদের কথা কেন মানব ?
শরীয়তে নিষিদ্ধ কাজে ঢুবে থেকে হালাল ও নেক কাজে বাধা দেওয়া কি মুসলমানের খাছলত ?
যদি নিজেকে সত্যিকারের আশেকে রাসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মনে করে থাকে, তাহলে মহান দিবসকে শরিয়তসম্মতভাবে জাকজমকের সাথে পালন করা সকল মুসলমানের উপর ফরজ ।