হযরত জালালুদ্দীন সূয়ুতী রহমতুল্লাহি আলাইহির কিতাবে মীলাদুন্নবী পালনের দলীল

হাফিজে হাদীস, মুজাদ্দিদে যামান ইমাম জালালুদ্দীন সূয়ুতী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবে মীলাদুন্নবী পালনের দলীল স্বরূপ বলেনঃ

’আমি মওলিদের বৈধতার দলিল সুন্নাহ’র আরেকটি উৎস থেকে পেয়েছি । এই হাদীস ইমাম বায়হাকী রহমতুল্লাহি আলাইহি হযরত আনাস রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন: ‘হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়্যত প্রকাশের পর নিজের নামে আকিকাহ করেন; অথচ তাঁর দাদা আবদুল মোত্তালিব আলাইহিস সালাম তাঁরই বেলাদত শরীফের সপ্তম দিবসে তাঁর নামে আকিকাহ করেছিলেন, আর আকিকাহ দু’বার করা যায় না। অতএব, রাসূল পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বজগতে আল্লাহর রহমত হিসেবে প্রেরিত হওয়ায় মহান প্রভুর দরবারে কৃতজ্ঞতা প্রকাশের জন্যে এটি করেছিলেন, তাঁর উম্মতকে সম্মানিত করার জন্যেও, যেমনিভাবে তিনি নিজের ওসীলা দিয়ে দোয়া করতেন। তাই আমাদের জন্যেও এটি করা উত্তম হবে যে আমরা মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিবসে কৃতজ্ঞতাসূচক খুশি প্রকাশার্থে আমাদের মুসলমান ভাইদের সাথে সমবেত হই, মানুষদেরকে খাবার পরিবেশন করি এবং অন্যান্য সওয়াবদায়ক আমল পালন করি।’ এই হাদীস পূর্বোক্ত নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর দ্বারা মীলাদ ও নবুয়্যত-প্রকাশের দিবস পালনার্থে সোমবার রোযা রাখার হাদীসকে সমর্থন দেয়।

— হুসনুল মাকসাদ ফী আমলিল মওলিদ, ৬৪-৬৫ পৃষ্ঠা