আরবী ডিকশনারী মতে ঈদে মিলাদুন্নবি -


ঈদে মিলাদুন্নবির বিরোধীতাকারিরা বলে থাকে ঈদে মিলাদুন্নবি শব্দ নাকি বিদাত , কোরান হাদিসে নাই ।
নবিবিদ্বেষীরা যে মুর্খ হয় তা কেবল এই বিষয় দ্বারা ও প্রমানিত।
কারন যারা নবিবিদ্বেষী , ঈদে মিলাদুন্নবির বিরোধীতাকারী তাদের আকল খরছ করার মত আকল থাকেনা , কেবল থাকে তোতাপাখির মত বলা ঈদে মিলাদুন্নবি বিদয়াত, এই শব্দ ইসলামে নাই।
এখন আমরা দেখব আরবী ডিকশনারী মতে এই শব্দ আছে কি না ?

আপনারা জানেন জন্মদিনকে ইংরেজিতে Birthday বলে ।
google Translate এ-
১ নং চিত্রঃ .Birthday এর আরবী - তারিখ আল মিলাদ
২ নং চিত্রঃ Happy Birthday এর আরবী "ঈদ মিলাদ " সাথে একজনের নাম
৩ নং চিত্রঃ Happy Birthday Anwar এর আরবী ঈদ মিলাদ আনোয়ার
৪ নং চিত্রঃ Birthday Of Prophet এর আরবী 'ঈদ মিলাদ আননাবী"
তাহলে কি দাড়াল ?
ঈদে মিলাদুন্নবি যার অর্থ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মদিন --- সুবহানাল্লহ
তাহলে তো আরবী ডিকশবনারীই দ্বারা প্রমানিত ঈদে মিলাদুন্নবি আরবীতে আছে।
এরপরেও কি বিরোধীতাকারীরা বিরোধীতা করে নিজেরদের মুর্খতা, অজ্ঞতা প্রকাশ করতেই থাকবে?