ঈদে মীলাদুন্নবীদের ব্যবসায়ীদের কর্তব্য

মুসলিম ব্যবসায়ী ভাইদের বিশেষ দৃষ্টি আকর্ষণ:
আসছে পবিত্র ঈদে মীলাদুন নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আপনারা আপনাদের পণ্যে বিশেষ ছাড় দিন। কাস্টমারকে আকৃষ্ট করুন।
আমি হলফ করে বলতে পারি, এ ধারায় যদি আপনারা ব্যবসা চালু করতে পারেন, তবে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের ব্যবসায় যত লাভ হয়,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনাদের ব্যবসায় যত লাভ হয়,
তার থেকে অনেক অনেক বেশি লাভ হবে পবিত্র ঈদে মীলাদুন নবী উপলক্ষ করে ব্যবসা করলে। সুবহানাল্লাহ।
কেননা:

ঈদুল ফিতরের আনন্দ হচ্ছে ফেতরা দেওয়াকে কেন্দ্র করে,
ঈদুল আযহার আনন্দ হচ্ছে কুরবানী বা ত্যাগের আনন্দকে কেন্দ্র করে,
কিন্তু ঈদে মীলাদুন নবী’র আনন্দ হচ্ছে স্বয়ং আমাদের নবীজি’র আগমণকে কেন্দ্র করে।
সুতরাং নিঃসন্দেহে ঈদে মীলাদুন নবীর খুশি-আনন্দ সব কিছুকে অতিক্রম করবে।
পরিশেষে বলতে হয়, মহান আল্লাহ তায়ালা বলেছেন, “'আমি আপনাকে (নবীজিকে) সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি (সূরা আল আম্বিয়া : ১০৭)
তাই মূল রহমতের আগমণকে কেন্দ্র করে যা কিছুই করবেন, তাতে আপনার ব্যাবসায়ীক সাফল্য অসংখ্যগুন বেশি হবে তাতে কোন সন্দেহ নাই।
মহান আল্লাহ তায়ালা প্রত্যেক মুসলিম ব্যবাসায়ী ভাইকে সাইয়্যিদুল আইয়াদ বা ঈদে মীলাদুন নবী উপলক্ষে বিশেষ ব্যবসায়ীক কার্যক্রম গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট