কুরআন শরীফেই মীলাদুন্নবী উপলক্ষে খুশি প্রকাশ করার কথা আছে কি না !

পবিত্র কুরআন শরীফেই রয়েছে-একমাত্র ঈমানদারগণই ঈদে মীলাদুন নবী বা নবীজির আগমণ উপলক্ষে খুশি প্রকাশ করতে পারবেন এবং যারা করবে না তাদের জন্য রয়েছে কঠিন আযাব
পবিত্র কুরআন পাকে সূরা্ ইউনুসের মধ্যে মহান আল্লাহ তায়ালা বলেন-
হে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আপনি বলে দিন, তারা যে মহান আল্লাহ তায়ালার পক্ষ হতে ফযল ও রহমত (স্বরূপ আপনাকে পেয়েছে), সে জন্য তারা যেনো খুশি প্রকাশ করে। নিশ্চয় তাদের এ খুশি প্রকাশ করাটা তাদের সমস্ত সঞ্চয়ের (নেক আমল ও সম্পদ) থেকে উত্তম। (সূরা ইউনুস শরীফ : ৫৮)
আবার সূরা তওবার ৬১ নং আয়াতে বলা হচ্ছে-
“তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন রহমত বিশেষ আর যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে (রাসূলকে রহমত হিসেবে স্বীকার করে না), তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব" (তওবা:৬১)
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট