বিখ্যাত মুহাদ্দিস , যিনি মদীনা শরীফে ইলমের চর্চা করেছেন, সেই ইমামুল মুহাদ্দিসিন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি সব সময় দোয়া করতেন---
" হে আল্লাহ তায়ালা ! আমার এমন কোন আমল নেই, যা আপনার মুবারক দরবারে পেশ করার উপযুক্ত মনে করি। আমার সমস্ত আমলের নিয়তের মধ্যে ত্রুটি রয়েছে । তবে আমি নগণ্যের শুধুমাত্র একটি আমল আপনার পবিত্র জাতের দয়ায় অনেক সম্মানিত বা মর্যাদাবান। আর সেটা হচ্ছে- মীলাদুন্নবী অর্থাৎ রাসূল পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিলাদত (আগমন দিবস) উপলক্ষে খুশি প্রকাশ করে এর মজলিস করি এবং এ মজলিসে ক্বিয়ামের সময় দাঁড়িয়ে সালাম পাঠ করি। আর একান্ত আজীজী,ইনকিসারী, মুহব্বত, ইখলাছের সাথে আপনার হাবীব সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ছলাত-সালাম পাঠ করি।
হে আল্লাহ তায়ালা ! এমন কোন স্থান আছে কি যেখানে মীলাদের চাইতে অধিক খায়ের বরকত নাজিল হয় ? হে আরহামুর রাহিমীন! আমার দৃঢ় বিশ্বাস যে, আমার এ আমল কখনো বৃথা যাবে না। বরং অবশ্যই আপনার পবিত্র দরবারে কবুল হবে এবং যে কেউ বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে ছলাত-সালাম পাঠ করবে এবং উহাকে উসিলা করে দোয়া করবে সে কখনো মাহরূম হতে পারে না। অর্থাৎ সে অবশ্যই কবুলযোগ্য !" (দলীল- √ আখবারুল আখইয়ার ৬২৪ পৃষ্ঠা)
শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহি আলাইহি আরো বলেন-
من عظم ليلة مولده بما امكنه من التعظيم والاكرام كان من الفاءزين بدار السلام
অর্থ : যে ব্যক্তি নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিলাদত শরীফ দিবসকে সম্মান করবে এবং খুশি প্রকাশ করবে সে চির শান্তিময় জান্নাতের অধিকারী হবে।” সুবহানাল্লাহ ! (দলীল- √ মাছাবাতা বিস সুন্নাহ ১ম খন্ড)
" হে আল্লাহ তায়ালা ! আমার এমন কোন আমল নেই, যা আপনার মুবারক দরবারে পেশ করার উপযুক্ত মনে করি। আমার সমস্ত আমলের নিয়তের মধ্যে ত্রুটি রয়েছে । তবে আমি নগণ্যের শুধুমাত্র একটি আমল আপনার পবিত্র জাতের দয়ায় অনেক সম্মানিত বা মর্যাদাবান। আর সেটা হচ্ছে- মীলাদুন্নবী অর্থাৎ রাসূল পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিলাদত (আগমন দিবস) উপলক্ষে খুশি প্রকাশ করে এর মজলিস করি এবং এ মজলিসে ক্বিয়ামের সময় দাঁড়িয়ে সালাম পাঠ করি। আর একান্ত আজীজী,ইনকিসারী, মুহব্বত, ইখলাছের সাথে আপনার হাবীব সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ছলাত-সালাম পাঠ করি।
হে আল্লাহ তায়ালা ! এমন কোন স্থান আছে কি যেখানে মীলাদের চাইতে অধিক খায়ের বরকত নাজিল হয় ? হে আরহামুর রাহিমীন! আমার দৃঢ় বিশ্বাস যে, আমার এ আমল কখনো বৃথা যাবে না। বরং অবশ্যই আপনার পবিত্র দরবারে কবুল হবে এবং যে কেউ বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে ছলাত-সালাম পাঠ করবে এবং উহাকে উসিলা করে দোয়া করবে সে কখনো মাহরূম হতে পারে না। অর্থাৎ সে অবশ্যই কবুলযোগ্য !" (দলীল- √ আখবারুল আখইয়ার ৬২৪ পৃষ্ঠা)
শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহি আলাইহি আরো বলেন-
من عظم ليلة مولده بما امكنه من التعظيم والاكرام كان من الفاءزين بدار السلام
অর্থ : যে ব্যক্তি নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিলাদত শরীফ দিবসকে সম্মান করবে এবং খুশি প্রকাশ করবে সে চির শান্তিময় জান্নাতের অধিকারী হবে।” সুবহানাল্লাহ ! (দলীল- √ মাছাবাতা বিস সুন্নাহ ১ম খন্ড)