এক নজরে ঈদে মিলাদুননবির দলীল ।

বাতিল ৭২ ফিরকার লানতগ্রস্থ রাসুলের দুশমনেরা পবিত্র সাইয়্যিদুল আ,ইয়াদ শরীফ পালন নিয়ে নানা এলোমেলো কথা বলে। তারা বিদয়াত বলে এ নেক আমল থেকে মানুষকে দূরে সরাতে চায়!!! নাউযুবিল্লাহ।
১. অথচ এ দিবস ইসলাম উনার শুরু থেকেই চলে আসছে।https://www.facebook.com/virologistali/posts/10152821344177936:0
২. তাবেঈন ,তাবে তাবেঈন , আউলিয়া রহমতুল্লাহি আলাইহিমগন ও এ মহান দিবস পালন করেছেন।
https://www.facebook.com/Shotter.Shondhaane/photos/a.219303741574053.1073741828.219286811575746/376582889179470/?type=1&relevant_count=1
৩. শুধু তাই নয় পবিত্র মক্কা ও মদীনা শরিফে এ মহান দিবস জাকজমকের সাথে পালিত হত।
http://www.somewhereinblog.net/blog/julfikaar97/29915538
৪. এমনকি সউদি আরবেও এ দিবস পালিত হচ্ছে।
http://www.youtube.com/watch?v=ufsixWpdUdg
http://www.youtube.com/watch?v=3TR8737dYYA
৫. দেখুন দুবাইতেও মিলাদুননবি পালিত হচ্ছে - http://www.youtube.com/watch?v=Y8mQDQqhLlg
৬. যেখানে পবিত্র রওজা শরীফ সে মদীনা শরিফেও পালিত হচ্ছে সাইয়্যিদুল আইয়াদ শরীফ।-http://www.youtube.com/watch?v=Runk8553-_4
৭. সারা বিশ্বেই এ মহান দিবস পালিত হয়। দেখুন আফ্রিকায় ঈদে মিলাদুননবি -http://www.dailymotion.com/…/x19mfeh_milad-un-nabi-juloos-i…
৮. যারা বিদয়াত বলে এ দিবসকে অস্বিকার করে নিজেদের অজ্ঞতা, মুর্খতা জাহির করতে চায় তারাও পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করেছে।
৯. দেওবন্দী,ওহাবী ,তাবলীগিদের গুরুরাও এ দিবস পালনের পক্ষে বলে গেছে।
https://www.facebook.com/noore.julfikar.3/…/1608371496048560
১০. ধর্ম ব্যবসায়ী জামাতের নেতা সাইদীর মিলাদ পালন দেখুন-http://www.youtube.com/watch?v=-UsvoIBC6ZQ

মজার বিষয় হল যারা ঈদে মিলাদুননবিকে অস্বীকার করে জন্মদিন পালন বিদয়াত বলে থাকে তারাই মহাসমারোহে অন্যদের জন্মদিন পালন করে থাকে।
হেফাযত ,কওমীদের আর এক গুরু মুফতে কমীনি ঈদে মিয়ালদুননবী ছল্লালাহু বিদয়াত বলে কিন্তু খালদে যিয়ার জন্মদিন পালন করে গরু খাইয়েছে-https://www.facebook.com/photo.php?fbid=10152849311167936&set=a.10151328691962936.496108.784442935&type=1
যারা কথায় কথায় বলে সউদি আরব তো জন্মদিন পালন হয়না। তাহলে আমরা কেন করব ?
অথচ এই সউদি আরবের সরকার ঠিকই অন্যদের জন্মদিন পালন করে থাকে ।
দেখুন তাঁর প্রমান- http://www.inminds.com/article.php?id=42
http://news.xinhuanet.com/…/ph…/2012-10/01/c_131883424_2.htm
http://www.arabnews.com/news/563396
এত দলিল থাকার পরেও যদি কেউ ঈদে মিলাদুননবিকে অস্বীকার করতে চায় তাদের উদাহরন পেচার মত । পেচা যেমন চোখ বন্ধ করে মনে করে সুর্যের আলো কেউ দেখতে পাচ্ছেনা ,তেমনি এ দিবসের বিরোধীতাকারীদের অন্তরে মোহর পরার কারনে তারা এ দিবসের শান মানকে কটাক্ষ করে আঝেবাঝে কথা বলে থাকে।
এখন তাদেরই গুরুদের এ দিবস পালন প্রমানের পক্ষের দলিল সম্পর্কে তারা কি বলবে ?


পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট