১.আপনি কি নিজেকে মুসলমান মনে করেন ?
২.আপনি কি আল্লাহ পাক উনাকে মানেন ?
৩.আপনি কি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মানেন ?
৪.আপনি কি ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগন উনাদের মানেন ?
৫.আপনি কি তাবেয়ী ,তাবে তাবেয়ীন উনাদের মানেন ?
৬.আপনি কি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত করেন ?
৭.আপনি কি নিজের প্রানের ছেয়েও হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত করেন ?
৮.আপনি কি আল্লাহ পাক উনাকে সন্তুষ্ট করতে চান?
১০.আপনি কি নেক আমলকে সমর্থন করেন?
১১. আপনি কি শরিয়তসম্মত অনুষ্ঠাণ সমর্থন করেন ?
১২. আপনি কি চান পরকালে নাযাত পেতে?
যদি সব প্রশ্নের উত্তর হা হয় তাহলে কি কারনে আপনি ঈদে মিলাদুন নবীর বিরোধীতা করছেন ?
যদি না হয় তাহলে কেন নেক কাজে বাধা প্রদান করছেন ?
মহান আল্লাহ পাক বলেছেন, ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগন ও তাবেয়ী ,তাবে তাবেয়ীন উনারা পালন করেছেন, আপনি উনাদের মানলে কেন বিরোধীতা করছেন ?
বিরোধীতা করার পুর্বে চিন্তা করুন কার বিরোধীতা করছেন?
নেক কাজে বাধা নয়,সহযোগিতা করুন।