যারা ঈদে মিলাদুননবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরোধীতা করে তাদের কাছে প্রশ্ন -



১.আপনি কি নিজেকে মুসলমান মনে করেন ?
২.আপনি কি আল্লাহ পাক উনাকে মানেন ?
৩.আপনি কি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মানেন ?
৪.আপনি কি ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগন উনাদের মানেন ?
৫.আপনি কি তাবেয়ী ,তাবে তাবেয়ীন উনাদের মানেন ?
৬.আপনি কি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত করেন ?
৭.আপনি কি নিজের প্রানের ছেয়েও হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত করেন ?
৮.আপনি কি আল্লাহ পাক উনাকে সন্তুষ্ট করতে চান?
৯.আপনি কি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টী চান?
১০.আপনি কি নেক আমলকে সমর্থন করেন?
১১. আপনি কি শরিয়তসম্মত অনুষ্ঠাণ সমর্থন করেন ?
১২. আপনি কি চান পরকালে নাযাত পেতে?
যদি সব প্রশ্নের উত্তর হা হয় তাহলে কি কারনে আপনি ঈদে মিলাদুন নবীর বিরোধীতা করছেন ?
যদি না হয় তাহলে কেন নেক কাজে বাধা প্রদান করছেন ?
মহান আল্লাহ পাক বলেছেন, ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগন ও তাবেয়ী ,তাবে তাবেয়ীন উনারা পালন করেছেন, আপনি উনাদের মানলে কেন বিরোধীতা করছেন ?
বিরোধীতা করার পুর্বে চিন্তা করুন কার বিরোধীতা করছেন?
নেক কাজে বাধা নয়,সহযোগিতা করুন।

পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট