ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সময় শয়তান ও তার সহযোগীরা ছাড়া সবাই দিনটিকে উদযাপন করেন,


কেননা শয়তান চার বার উচ্চস্বরে কেঁদেছিল -

  • প্রথমবার যখন আল্লাহতা’লা তাকে অভিশপ্ত আখ্যা দেন; 
  • দ্বিতীয়বার যখন তাকে বেহেশ্ত থেকে বের করে দেয়া হয়; 
  • তৃতীয়বার যখন হুযুর পাক  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বেলাদত তথা ধরাধামে শুভাগমন হয়;

এবং

  • চতুর্থবার যখন সূরা ফাতেহা নাযেল তথা অবতীর্ণ হয় 
[ইবনে কাসীর কৃত আল- বেদায়া ওয়ান্ নেহায়া, ২য় খণ্ড, ১৬৬ পৃষ্ঠা] |

এ পৃথিবীতে যত নেয়ামত রয়েছে বা এসেছে এর চেয়ে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম | আল্লাহর এই নেয়ামত ও অনুগ্রহকে কেন্দ্র করে কৃতজ্ঞতা প্রকাশ করা ও আনন্দ উদযাপন করার
নির্দেশ স্বয়ং রাব্বুল আলামিন দিয়েছেন যার প্রমান উপরোক্ত পবিত্র কোরআনের আয়াত | অতএব নবীজির শুভাগমনের চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আর কি হতে পারে ?