রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরাম উনারা মিলাদুন্নবী পালন করেছেন

এ মর্মে অনেক বর্ণনা পাওয়া যায়- 
০১. হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  পৃথিবীতে শুভাগমন করেছেন সোমবার। তিনি প্রতি সোমবার রোজা রাখতেন। জনৈক সাহাবী সোমবার রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করলে প্রিয় নবী হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ব্যাপারে বৈধতা ও ফজিলতের প্রতি ইঙ্গিত করে বললেন-
“فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيّ” 

  • এই দিনে আমি শুভাগমন করেছি এবং সেদিনই আমার প্রতি প্রথম ওহী অবতীর্ণ করা হয়েছে।

০২. একবার সাহাবায়ে কেরাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে এমন ভীড় করে বসেছিলেন, যেমন চাঁদের চারপাশে আলোর বৃত্ত সৃষ্টি হয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার শুভ জন্ম সম্বন্ধে আমাদেরকে কিছু এরশাদ করুন। জবাবে প্রিয় নবী হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামবললেন-
انا دعوة ابى ابراهيم وبشرى عيسى بن مريم ورأت امى انه خرج منها نورا اضاءت له قصور الشام



  • অর্থাৎ, আমি হলাম আমার পিতা ইবরাহীম আলাইহিস সালাম  দোয়ার ফসল এবং ঈসা আলাইহিস সালাম শুভসংবাদ আর আমার মা (আমার জন্মের সময়) তাঁর হতে নূর বের হতে দেখেছেন, যে নূর শাম দেশের প্রাসাদ সমূহকেও আলোকিত করেছিল।

০৩. হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকদিন তাঁর শুভ আগমনের আলোচনা করতে গিয়ে বলেন-
ما ولدني من سفاح الجاهلية شئ ، وما ولدني إلا نكاح كنكاح الاسلام

  • অর্থ: আমার শুভ আগমনের মধ্যে অন্ধকার যুগের ব্যভিচারের গন্ধ পর্যমত্ম নেই। আমার জন্ম ইসলামের নিকাহের পদ্ধতি অনুযায়ী হয়েছে।

০৪. হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  শুভ বেলাদতের বর্ণনা দিতে গিয়ে আরো বলেন- 

  • নিশ্চয় আল্লাহ তা’য়ালা ইব্রাহীম আলাইহিস সালাম‘র আওলাদ হতে ইসমাঈল (আলাইহিস সালাম) কে নির্বাচন করেছেন এবং ইসমাঈল (আলাইহিস সালাম) হতে কেনানাহকে নির্বাচন করেছেন এবং কেনানার বংশ হতে কুরাইশ, কুরাইশের বংশ হতে হাশেমকে নির্বাচন করেছেন আর আমাকে হাশেমের আওলাদ হতে নির্বাচন করেছেন।


সাহাবায়ে কেরামের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনঃ
০১. আল্লামা ইবনে দাহইয়া  প্রণীত ‘তানভীর’ কিতাবে উল্লেখ আছে,
عن ابن عباس رضي الله عنهما كان يحدث ذات يوم فى بيته وقائع ولادته صلى الله عليه وسلم فيبشرون ويحمدون اذ جاء النبى صلى الله عليه وسلم وقال حلت لكم شفاعتى-

  • অর্থ: একদিন হযরত আবদুল্লাহ ইবনে আববাস রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু তাঁর ঘরে জনগণকে সমবেত করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের কাহিনী বর্ণনা করেছিলেন, যা শ্রবণ করে উপস্থিত সকলেই আনন্দোৎফুল্ল হৃদয়ে আল্লাহর হামদ (প্রশংসা) করেছিলেন। এমন সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় উপস্থিত হলেন এবং তাদের উদ্দেশ্যে বললেন- حلت لكم شفاعتى তোমাদের জন্য আমার শাফায়াত অবধারিত হয়ে গেল।

০২. ‘দুর্রে মুনাজ্জাম’ গ্রন্থে হযরত আবূ আমের আনসারী রাদ্বীয়াল্লাহু আনহু অভিন্ন প্রক্রিয়ায় মিলাদুন্নবীর আলোচনা অনুষ্ঠান করেছেন মর্মে আরো একখানা হাদীস বর্ণিত হয়েছে- 

  • হযরত আবূ দারদা রাদ্বীয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তা’য়ালা আনহুর ঘরে গমন করে দেখতে পেলেন যে, আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু তাঁর নিজ সমত্মানাদিসহ অন্যান্য আত্নীয় স্বজনকে একত্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম‘র বেলাদতের বিবরণ শুনাচ্ছেন। তাঁর এ কাজে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যমত্ম আনন্দ অনুভব করলেন এবং বললেন হে আমের! নিশ্চয় আল্লাহ তা’য়ালা তোমার জন্য রহমতের দ্বার উম্মুক্ত করেছেন এবং ফেরেশতা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। যারা তোমাদের মতো এরূপ কর্ম করবে তারাও পরিত্রাণ পাবে।

০৩. হযরত হাসসান বিন সাবেত রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু আল্লাহর হাবিবের মিলাদ পালন করে বলেন :
واحسن منك لم ترقط عينى- واجمل منك لم تلد النساء-

  • অর্থ: ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনার থেকে অতীব সুন্দর আর কোন কিছু দেখেনি। আর পৃথিবীর কোন মহিলা আপনার থেকে অতীব সুন্দর সমত্মান জন্ম দেয়নি।

خلقت مبرءا من كل عيب- كانك قد خلقت كما تشاء-
অর্থ: আপনি সকল দোষত্রুটি থেকে পূত পবিত্র হয়ে সৃষ্টি হয়েছেন, মনে হয় আপনি আপনার পছন্দ অনুযায়ী সৃষ্টি হয়েছেন।

পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট