সাহাবীগণের ঈদে মীলাদুন্নবী পালন

সাহাবীগণ ঈদে মীলাদুন্নবীর পক্ষে বলেছেন- 

১) হযরত আবু বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন - “যে ব্যক্তি মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে এক দিরহাম ব্যয় করবে সে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে।” (সুবহানাল্লাহ্)। 

২) হযরত উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন – “যে ব্যক্তি মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে (বিলাদত দিবসকে) বিশেষ মর্যাদা দিল সে মূলতঃ ইসলামকেই পূনরুজ্জীবিত করল।“ (সুবহানাল্লাহ্) 

৩) হযরত ওসমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন – “যে ব্যক্তি মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে এক দিরহাম খরচ করল সে যেন বদর ও হুনায়েন যুদ্ধে শরীক থাকল।” (সুবহানাল্লাহ্) 

৪) আহযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন – “যে ব্যক্তি মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি বিশেষ মর্যাদা প্রদান করল সে ব্যক্তি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে।” (সুবহানাল্লাহ্) (সূত্র--- বই: ‘আন নি’মাতুল কুবরা আলাল আলাম’। বইটির লেখক বিশ্বখ্যাত ইমাম মুহাদ্দিছ, মুফাসসির হযরতুল আল্লামা আহমদ শিহাবুদ্দীন হাইতামী (হাইছামী) শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি। বইটিতে পিডিএফ লিঙ্ক:http://goo.gl/naL5uN)

পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট