আন নিয়ামাতুল কুবরা আলাল আলাম বইতে খোলাফায়ে রাশেদীনের ঈদে মিলাদ পালন

" আন নি'মাতুল কুবরা আলাল আলাম ফি মাওলিদে সাইয়্যেদে উলদি আদম" সারা বিশ্বে সুপরিচিত একটি গ্রন্থ। যে গ্রন্থটি আজ থেকে প্রায় ৪৫০ বছর পুর্বে রচনা করেছেন জগৎবিখ্যাত মুহাদ্দিস আল্লামা আহমদ ইবনে হাজার হাইসামী মক্কী রহমতুল্লাহি আলাইহি। যিনি মিশরে জন্মগ্রহণ করেছেন। তিনি মিশরের সুবিখ্যাত আল আজহারে পড়াশুনা করেন। পরবর্তিতে তিনি পবিত্র মক্কা শরীফে চলে যেন এবং সেখানেই অবস্থান করে দুনিয়া থেকে বিদায় নেন।
https://goo.gl/1JuCzE


তিনি উনার বইতে উল্লেখ করেছেন খোলাফায়ে রাশেদিন এবং ইমাম মুজতাহিদগন ঈদে মিলাদে হাবীবি পালনে পক্ষে বলেছেন ।

যারা উনার লিখিত বইয়ের দলিলকে অস্বীকার করতে চায় তাদের প্রতি প্রশ্ন-
১. তারা এমন একটি বই রচনা করে দেখাক!
২. তিনি এই বই মক্কা শরীফে লিখেছেন ,তখন মক্কা শরীফের কেউ প্রতিবাদ করেননি কেন?
৩. ৪৫০ বছর আগের লিখা বই বাতিল আর নব্য জাহেলর দল হক্ব?
৪. ৪৫০ বছর আগের লিখিত দলিল যদি বাতিল হয়, তাহলে এই আইয়ামে জাহেলিয়াতের মত জামানায় হারামে ডুবন্ত পাপীর মুখে কি করে ঈদে মিলাদকে বিদয়াত বলার কথা শোভা পায়?
৫. আজকে যারা ঈদে মিলাদকে বিদয়াত বলে তারা কি উনার পায়ের নখের যোগ্য হবার যোগ্যতা রাখে ?
৬. উনি ছিলেন মুহাদ্দিস। আজ যারা বিদয়াত বলে তারা কয়টি হাদিস জেনে বিদয়াত বলে?

যারা ঈদে মিলাদে হাবীবিকে বিদয়াত বলে তারাই বিদয়াতী, আবু জাহেলের উত্তরসূরি 

বইটি ডাউনলোড করতে ভিসিট করুন-https://goo.gl/efOhCc
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট