১. প্রসিদ্ধ তাবেঈ হযরত হাসান বসরী রহমতুল্লাহি আলাইহিঃ “যদি আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত তাহলে আমি তা রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ঈদে মীলাদুন্নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে খরচ করতাম।” [“আন নেয়মাতুল কুবরা আলাল আলাম” বিখ্যাত কিতাবটি রচনা করেন মক্কা শরীফের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা শিহাব উদ্দিন আহমদ ইবনে হাজার আল হায়তামী আশশাফী (রহ, জন্ম ৮৯৯ ও ইনতিকাল ৯৭৪ হিজরী), পৃষ্ঠা নং-১১]
২. হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি “যে ব্যক্তি ঈদে মীলাদুন্নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে উপস্থিত হয়ে তাঁকে সম্মান প্রদর্শন করেছে, সে ঈমানের সফলতা লাভ করেছে।” [আন নেয়মাতুল কুবরা আলাল আলাম, পৃষ্ঠা নং-১১]
৩. হযরত মারুফ কারখী রহমতুল্লাহি আলাইহি “যে ব্যক্তি ঈদে মীলাদুন্নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পানাহারের আয়োজন করে মুসলিম ভাইদের একত্রিত করে, আলোকসজ্জা করে, নতুন পোষাক পরিধান করে এবং খুশবো, আতর, গোলাপ ও লোবান প্রয়োগে নিজেকে সুগন্ধিযুক্ত করে; রোজ কিয়ামতে প্রথম শ্রেণীর নবীদের সাথে তার হাশর হবে এবং ইল্লীঈনের সর্বোচ্চ স্থানে সে অবস্থান করবে।” [আন নেয়মাতুল কুবরা আলাল আলাম, পৃষ্ঠা নং-১১]
৪. ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলাইহি “যদি কোন ব্যক্তি ঈদে মীলাদুন্নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে মুসলিম ভাইদেরকে খাবার তৈরী করে মজলিসে আপ্যায়ন করে ও ইবাদাত সম্পন্ন করে, রোজ কিয়ামতে সিদ্দীকিন, শোহাদা ও সালেহীনদের সাথে তাঁর হাশর হবে এবং জান্নাতুন নাঈমে সে অবস্থান করবে।” [আন নেয়মাতুল কুবরা আলাল আলাম, পৃষ্ঠা নং-১৩]
তাছাড়া আরও রয়েছেন-
৯ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, আল-হাভি লিল ফাতাহি, খণ্ড ১, পৃ ২৯২, ইমাম ইবনে কাসীর রহমতুল্লাহি আলাইহি , বেদায়া-নেহায়া, খণ্ড ১৩, ১৭৪ পৃ, বুখারী শরীফের ব্যাখাকার বিশ্বখ্যাত মোহাদ্দিস আল্লামা কুস্তোলানী রহমতুল্লাহি আলাইহি , শরহে জুরকানী আলাল মাওয়াহেব, ১ম খন্ড, পৃ ২৬২, ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম মোহাদ্দিস শায়খ আবদুল হক দেহলভী রহমতুল্লাহি আলাইহি মা সাবাতা বিসসুন্নাহ (উর্দু) পৃ ৮৬}, {আল্লামা ইমাম শিহাব উদ্দিন আহমদ কুস্তোলানী র, “মাওয়াহিবে লাদুন্নিয়া”, ইমাম শামসুদ্দিন দিমিস্কি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওয়ালী উল্লাহ মোহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি “আদ দুররুস সামীন ফী মুবাশশারাতিন নবীয়্যিল আমীন” ৯ম পৃষ্ঠা
