রবিউল আউওয়ালে ওয়াজ মাহফিলের আবশ্যকতা - আশরাফ আলী থানবি

“ --- এ জন্য আমি কয়েক বছর যাবত এ নিয়ম করে নিয়েছি যে অতিরঞ্জনকারীদের সংশোধনের জন্য রবিউল আউওয়াল মাসের শুরুতে ওয়াজ –মাহফিলের আয়োজন করি এবং তাতে প্রাসঙ্গকিকভাবে ইলমি আলোচনাও করে থাকি।
মোট কথা ওয়াজ মাহফিলের আয়োজন মুলত শরয়ী হুকুম আহকাম আলোচনার জন্য হবে এবং তাতে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র জীবন বৃত্তান্ত এবং তার ফাযায়েল ও আলোচিত হবে। এ পন্থা অবশ্যই শরীয়তসম্মত , বরং মুস্তাহাব সুন্নত”। 
(তথ্য সুত্রঃ
মুল বইঃ ঈদে মিলাদুন্নবী কী শরয়ী হাইসিয়ত, অনুবাদঃ শরিয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী , লিখকঃ আশরাফ আলী থানবী ,পৃঃ ৩১

পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট