অনন্তকালব্যাপী পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ যিনি জারী করলেন তিনি কে?

কি উনার পরিচয় ? 
============================================== 
সকল নবীদের নবী, রাসূলদের রাসূল, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রশাংসা বর্ণনা করে সারা বিশ্বজুড়ে অনেক মাহফিল হয়। 
কোনটি হয় ১ দিন
কোনটি হয় ২ দিন
কোনটি হয় ৭দিন
কোনটা হয় ৩০ দিন।
কিন্তু সারা বছর এমনকি অনন্তকালব্যাপী মাহফিল কোথাও কি কখন দেখেছেন?
সবাই নিশ্চয় বলবেন- ‘অবশ্যই না।’
কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, বছরে ৩৬৫ দিন, এভাবে করে অনন্তকালব্যাপী জারি হয়েছে বিশেষ এক মাহফিল। মাহফিলের স্থান বাংলাদেশের রাজধানী ঢাকার রাজারবাগ শরীফ এলাকায়।
মাহফিলের পৃষ্ঠপোষক, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একজন সম্মানিত বংশধর, যিনি ঢাকা রাজারবাগ শরীফ উনার সম্মানিত শায়েখ আলাইহিস ছলাতু ওয়াছ সালাম হিসেবে পরিচিত। তিনি এমন একজন বিশেষ ব্যক্তিত্ব, যিনি উনার সমস্ত সম্পদ ব্যয় করেছেন হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রশংসা বর্ণনা করতে। উক্ত মাহফিলে যত মেহমান আসছে সবাইকে বরকতপূর্ণ শাহী তাবারুক খাওয়াচ্ছেন।
ঢাকা রাজারবাগ শরীফ উনার সম্মানিত শায়েখ আলাইহিস ছলাতু ওয়াছ সালাম, তিনি নিজে সমস্ত সুন্নতসমূহ আমল করেন এবং উনার অনুসারীদেরকেও সুন্নত অনুসরণ করতে শিক্ষা দেন। তিনি এমন কোন কাজ করেন না, যা শরীয়ত বিরুদ্ধ। তিনি গবেষণা, লেখাপড়া ও তালিম-তালক্বিন দিয়ে সমস্ত সময়গুলো ব্যয় করেন । উনার আছে বিরাট লাইব্রেরী, যেখানে তিনি কোটি কোটি টাকার দুষ্প্রাপ্য বই সংগ্রহ করেছেন এবং সে সব দুষ্প্রাপ্য বই নিয়ে তৈরী করেছেন গবেষণাগার- মুহম্মদীয়া জামিয়া শরীফ গবেষণাগার। একই সাথে তিনি দেশজুড়ে শতাধিক মসজিদ-মাদ্রাসার স্থাপন করেছেন এবং সহস্রাধিক মসজিদ মাদ্রাসার কাজ চলছে। উনার ইচ্ছা, তিনি বিশ্বজুড়ে কয়েক কোটি মসজিদ-মাদ্রাসা স্থাপন করবেন। আবু দাউদ শরীফের পবিত্র হাদীস শরীফে আছে- মহান আল্লাহ তায়ালা প্রতি ১০০ বছর পর পর একজন মহান ব্যক্তিত্বকে পাঠাবেন, যিনি মুসলমানদের কঠিন অবস্থা থেকে উত্তরণ করবেন। রাজারবাগ শরীফের সম্মানিত শায়েখ উনার জীবনী দেখলে সেই ১০০ বছরের বিশেষ মনোনিত ব্যক্তিত্বের কথাই স্মরণ হয়।
শুধু তিনি একাই নন, উনার সম্মানিত আহালিয়াও হযরত উম্মুল উমাম আলাইহাস ছলাতু ওয়াছ সালাম একজন বড় মাপের আলেমা। উনিও হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত বংশধর।উনার আমল-আখলাক মহান আল্লাহ তায়ালা মনোনিত বান্দাদের অনুরূপ। উনার তত্ত্বাবধানে অসংখ্য মহিলা কুরআন শরীফ হাদীস শরীফ শিখছে, ইসলাম সম্পর্কে সঠিক দীক্ষা নিচ্ছে এবং অন্য মহিলাদেরও শিক্ষা দিচ্ছে। তিনিও মহিলাদের নিয়ে জারি করেছেন- ‘অনন্তকালব্যাপী মাহফিল’। সুবহানাল্লাহ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট