আরাফার দিন ঈদের দিন

সহীহ হাদীস শরীফের মধ্যে উল্লেখ হয়েছে,
হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, আরাফার দিন, নহর বা কুরবানীর দিন এবং আইয়্যামে তাশরীক (অর্থ্যাৎ ১১, ১২ ও ১৩ ই জিলহজ্জ) আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন।
দলীল:
নাসাঈ শরীফ কিতাবুল হজ্জ : হাদীস নম্বার ৩০০৪,
আবু দাউদ – কিতাবুছ সিয়াম : হাদীস ২৪১৯,
তিরমিযী শরীফ- কিতাবুছ ছিয়াম: হাদীস ৭৭৩)
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট