সীরাত গ্রন্থে ১২ রবিউল আউওয়াল

বিশ্ববিখ্যাত সীরাতের কিতাব ‘সীরাতে ইবনে হিশাম’ এ উল্লেখ আছে-
ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين لاثنتى عشرة ليلة خلت من شهر ربيع الاول عام الفيل
অর্থ: রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমুল ফীল বা হস্তী বৎসরের ১২ই রবীউল আউয়াল শরীফ, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফে বিলাদত (জন্ম) শরীফ লাভ করেন। সুবহানাল্লাহ!!
দলীল:
সীরাতে ইবনে হিশাম, ১ম খন্ড, ১৮৩ পৃষ্ঠা, বৈরুত (লেবানন) ছাপা।
অতএব, যারা বলে “১২ই রবীউল আউয়াল শরীফ নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্মদিন নয়” তারা মিথ্যাবাদী এবং সেই সাথে যারা বলে “১২ই রবীউল আউয়াল শরীফের ব্যাপারে কোন দলীল নাই” তারাও মিথ্যাবাদী ও নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুশমন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট