ঈদে মিলাদুন্নবির কিতাব নিয়ামাতুল কুবরায় ঈদে মিলাদ পালনের ফযিলত ( পান্ডূলিপি )


ওহাবী বাতিল ফির্কার ধারণা আন নিমাতুল কুবরা আলাল আলামকিতাব যার দলীল দেয়া হয় সেটার কোন পান্ডুলিপী নেই। তাদের এহেন ধারণা সম্পূর্ণ ভুল। কারণ এই কিতাবের পূর্ণ পান্ডুলিপী বর্তমানে কিং সাউদ ইউনিভার্সিটিতেমওজুদ আছে। যার পান্ডুলিপী নং হচ্ছে ৩৫০৬। পান্ডুলিপীটি হস্তগত হয়েছে ১২৭৬ হিজরীতে। এই পান্ডুলিপীর পাতা সংখ্যা ৩২ টি। পাতার সাইজ ১৫ সে.মি বাই ২৩ সে.মি। প্রতিটি পৃষ্ঠা ১৯ লাইনে বিন্যাস্ত।

রাজারবাগ শরীফএর সুবৃহৎ লাইব্রেরী- মুহম্মদিয়া জামিয়া শরীফ লাইব্রেরীতে পান্ডুলিপী পূর্ণ একটা অনুলিপি বিদ্যমান রয়েছে।

উক্ত পান্ডুলিপী সাথে বর্তমান প্রকাশিত আন নিমাতুল কুবরা আলাল আলামকিতাবে কিছু শব্দগত ও বর্ণনাগত পার্থক্য পরিলক্ষিত হলেও বিষয়বস্তু সমূহ একই। উক্ত পান্ডুলিপীতে পবিত্র মীলাদ শরীফ সর্ম্পকে হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত ক্বওল শরীফ সহ একখানা মারফু হাদীছ শরীফও বিদ্যমান রয়েছে। পবিত্র হাদীছ শরীফখানা হলো,
قال النبي صلى الله عليه وسلم من عظم مولدي وهو ليلة اثني عثر من ربيع الاول يتخاذه فيها طعاما كنت له شفيعا يوم القيامه ومن انفق درهـما في مولد النبي اكراما فكانـما انفق جبلا من ذهب احـمر في اليتامي في سبل الله
অর্থ : সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যিনি পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ পবিত্র মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করলেন এবং তাতে খাদ্য খাওয়ালেন তিনি ক্বিয়ামতের দিন আমার শাফায়াত মুবারক লাভ করবেন এবং যিনি পবিত্র মীলাদ শরীফ পালন করতে এক দিরহাম খরচ করবেন তিনি মহান আল্লাহ পাক উনার রাস্তায় এক পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার ফযীলত লাভ করবেন।” (নিয়মাতুল কুবরা মাখতুত ১ম পৃষ্ঠা)

যেখানে হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের বর্ণনা, বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, হযরত ফখরুদ্দীন রাযী রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম সাররী সাকতী রহমতুল্লাহি, হযরত জালালুদ্দীন সূয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনাদের প্রত্যেকের ক্বওল শরীফই বিদ্যমান আছে। যাদের কাছে আন নিমাতুল কুবরা আলাল আলামকিতাবখানা আছে তারা পান্ডুলিপীর পৃষ্ঠাগুলোর সাথে মিলিয়ে দেখে নিতে পারেন।